কিশোরগঞ্জের ১২ টি উপজেলায় নির্বাচনের বেসরকারী ফলাফলে চেয়ারম্যান হলেন যারা

আমিনুল হক সাদী,

কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের ১২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশিত হয়েছে। তবে কটিয়াদী উপজেলার ৮৯ ও বাজিতপুর উপজেলার ৬টিসহ মোট স্তগিত রয়েছে ৯৫টি কেন্দ্র। প্রকাশিত ফলাফলে দেখা গেছে আওয়ামীলীগের ঘাটি বলে পরিচিত সাবেক জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফের আসনে (কিশোরগঞ্জ-হোসেনপুর) নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হতে পারেননি। আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীরাই এ আসনে বিজয়ী হয়েছেন। তাড়াইলে জাপা প্রার্থী বিজয়ী হয়েছেন। মিঠামইন উপজেলায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বোন আছিয়া আলম (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নিকলীতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। করিমগঞ্জ, ইটনা, অষ্টগ্রাম, পাকুন্দিয়া, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরবে নৌকার চেয়ারম্যানরা বিজয়ী হয়েছে। কিশোরগঞ্জ সদর উপজেলায় মামুন আল মাসুদ খান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) কাপ পিরিচ প্রতীকে ৪০৮৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীকে সাকাউদ্দিন আহাম্মদ রাজন পেয়েছেন ২৩৯৯৩ ভোট। হোসেনপুরে আওয়ামীলীগের বিদ্রেহী প্রার্থী (স্বতন্ত্র) মো. সোহেল আনারস প্রতীকে ৩১১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহজাহান পারভেজ (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ২৩৭৯২ ভোট পেয়েছেন। করিমগঞ্জে নাসিরুল ইসলাম খান (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৪৪৪৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি রফিকুর রহমান (স্বতন্ত্র) আনারস প্রতীকে ২৯৩০১ পেয়েছেন।তাড়াইল উপজেলায় লাঙ্গল প্রতীকে জাপা প্রার্থী জহিরুল ইসলাম ভূইয়া ২৬৪০৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার রনিকটতম প্রতিদ্বন্ধি আজিজুল হক মোতাহার (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে পেয়েছেন ১৬০০১ ভোট।ইটনায় চৌধুরী কামরুল হাসান (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৪৫৩১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি এড. খলিলুর রহমান (স্বতন্ত্র) আনারস প্রতীকে ১৮৭৪৩ ভোট পেয়েছেন।মিঠামইন উপজেলায় মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের বোন আছিয়া আলম (আওয়ামী লীগ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অষ্টগ্রাম উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী শহীদুল ইসলাম জেমস নৌকা প্রতীকে ২৪৪৩৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোস্তাক আহমেদ কমল (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকে পেয়েছেন ২১২৮৩ ভোট। নিকলী উপজেলায় রুহুল কুদ্দুস ভূইয়া (স্বতন্ত্র) মোটর সাইকেল প্রতীকে ২৮৬৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি কারার সাইফুল ইসলাম (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে পেয়েছেন ২৪৩০৭ ভোট।পাকুন্দিয়া উপজেলায় রফিকুল ইসলাম রেনু (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৪৩৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জাহাঙ্গীর আলম শওকত (জাপা) লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭১৭০ ভোট। কুলিয়ারচরে ইয়াছির মিয়া (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৪০৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি আব্দুস সাত্তার খোকন আনারস প্রতীকে পেয়েছেন ২৮৩৪ ভোট।ভৈরবে সায়েদুল্লাহ মিয়া (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৬২৪২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবুল মনসুর মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩১৩৫৭ ভোট।বাজিতপুর উপজেলায় ছারওয়ার মিয়া (আওয়ামী লীগ) নৌকা প্রতীকে ৩৫৪৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মোবারক হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ২৪৬৯১ ভোট। জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে জেলার ১৩ উপজেলার মধ্যে কটিয়াদীর ৮৯ কেন্দ্রের সবগুলোর ভোটগ্রহন স্থাগিত আছে। অন্যদিকে বাজিতপুর উপজেলার ৬ কেন্দ্রের ফলাফল স্থাগিত আছে। ওই স্তগিত ৬ কেন্দ্রের ভোট সংখ্যা হচ্ছে ১৮ হাজার।

editor

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry. Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen book. It has survived not only five centuries