নান্দাইলে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:  বিড়ি শিল্প বন্ধের ষড়যন্ত্র ও বৈষম্যমূলক শুল্ক নীতি এবং বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবিতে ময়মনসিংহ নান্দাইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার
ময়মনসিংহ-০৯ আসনের এমপি আনেয়ারুল আবেদিন তুহিন এর বাসার সামনে মানববন্ধন করেন হাজারো বিড়ি শ্রমিক।

এ সময় নান্দাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক সাফুদ্দীনসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন ।

সমাবেশে বক্তারা বলেন, বিড়ি শিল্পের সঙ্গে প্রায় ২০ লাখ নারী-পুরুষের কর্মসংস্থান জড়িত। এ শিল্প যদি বন্ধ করে দেওয়া হয় তবে অনেক পরিবার বেকার হয়ে যাবে। সিগারেটের মূল্য বৃদ্ধি করে বিড়ির দাম কমাতে হবে। ভারতের ন্যায় বাংলাদেশেও বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। বিড়ি শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। বিড়ির উপর শুল্ক কর প্রত্যাহার করতে হবে। বিদেশি সিগারেটের ব্যবসা এদেশ থেকে বন্ধ করে দিতে হবে। অসহায় বিড়ির শ্রমিকের ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। বিড়ির শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হবে।

মানব বন্ধন শেষে তারা স্থানীয় সংসদ বরাবর স্বারক লিপি প্রদান করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ