পাকুন্দিয়ায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করে বর কারাগারে

মোঃ মঞ্জুরুল হক মঞ্জু: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে করার অপরাধে রবিন (২৫) নামে যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ইউএনও অফিসের কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ ও সহকারী কমিশনার ভূমি একেএম লুৎফুর রহমান এই দ-াদেশ দেন। দন্ডিত যুবক রবিনকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। দন্ডিত রবিন মিয়া হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামের দুলাল মিয়ার ছেলে।

সূত্রে জানাযায়, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে স্কুল পড়ুয়া ছাত্রী নাছরিন আক্তার (১৪) গতকাল সোমবার সন্ধায় বিবাহের কাজ সম্পন্ন করেন। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ বর ও কনেকে থানায় নিয়ে আসে। (২০ আগষ্ট) মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত বিচারক এ.কে.এম লুৎফর রহমান উপস্থিত লোকজনের সামনে বর রবিন মিয়াকে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ এর ১০(২) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্ত, পাকুন্দিয়া থানার উপপুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হাসান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ