কুলিয়ারচরে শিক্ষক সমিতির নির্বাচন: মোস্তাকুর রহমান সভাপতি – জসিম উদ্দিন সম্পাদক

মুহাম্মদ কাইসার হামিদ: কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিক) কুলিয়ারচর শাখার ত্রৈ বার্ষিক সম্মেলন -২০১৯ শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার আলী আকবরী মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ত্রৈ-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় ১৬৩ ভোটের মধ্যে ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাকুর রহমান (বাদল)। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদপুর ইউনিয়ন আব্দুল হামিদ ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির পেয়েছেন ৭৪ ভোট। সাধারণ সম্পাদক পদে লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন (খোকন) ৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বেগম নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমান পেয়েছেন ৪৫ ভোট ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল উদ্দিন পেয়েছেন ২২ ভোট।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ