হোসেনপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত

হোসেনপুর প্রতিনিধি: ‘‘জন্ম সনদ শিশুর অধিকার,বাস্তবায়নে দায়িত্ব সবার’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় জন্ম দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে জন্ম নিবন্ধন দিবস ২০১৯ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালীটি পৌরসভা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে হোসেনপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার ভূমি ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারন সম্পাদক শাহ মাহবুবুল হক, যুগ্ন সাধারন সমপাদক আলহাজ্ব কামরুজ্জামান কাঞ্চন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাসিরুজ্জামান, আড়াইবাড়িয়া ইউপি চেয়ারম্যার মোঃ খুরশিদ উদ্দিন, পুমদি ইউপি চেয়ারম্যান মাহবুব আলম,মডেল প্রেসকাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসমা বেগম প্রমূখ।

এ সময় সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদ সচিব,উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ