কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে দুটি বাল্য বিবাহ বন্ধ

স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সদর উপজেলার কাতিয়ারচর এবং বত্রিশ এলাকার দুটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের কাতিয়ারচর এলাকায় এবং জেলা শহরের বত্রিশ পশু হাসপাতাল লিংক রোডে আরেকটি বাল্যবিবাহ হচ্ছিলো এমন সংবাদ পেয়ে কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার বিয়ে দুটি বন্ধ করেদেন। এতে সহযোগিতা করেন মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রাবেয়া আক্তার উপস্থিত সকলকে বাল্যবিবাহ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন এবং এ বিষয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এবং বাল্যবিবাহ দিবেনা, এরূপ কাজে কখনো সহায়তা করবেনা মর্মে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা গ্রহন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল কাদির দুটি বাল্য বিবাহের সংবাদ দৈনিক আমার বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ