নিকলীতে নতুন করে দুই চিকিৎসকসহ চারজনের করোনা শনাক্ত

খাইরুল মোমেন স্বপন, নিকলী

কিশোরগঞ্জের নিকলীতে দুই চিকিৎসক ও এ্যাম্বুলেন্স চালকসহ ৪ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে নিকলী উপজেলায় মোট করোনা ভাইরাস কোভিড-১৯ পজেটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।

নিকলী হাসপাতাল সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল সংগৃহীত ১৮ জনের নমুনার মধ্যে এক যুবকের (২৫) করোনা পজেটিভ পাওয়া যায়।

পরদিন ১৮ এপ্রিল স্বাস্থ্যকর্মীসহ আরও ১০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। বুধবার (২২ এপ্রিল) রাতে ফলাফল জানতে পারে নিকলী উপজেলা করোনা প্রতিরোধ কমিটি।

এতে ৪ জনের করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে। কোভিড-১৯ পজেটিভ চারজনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।

তাদের মধ্যে হাসপাতালের দুই চিকিৎসক, এ্যাম্বুলেন্স চালক ও উপজেলা সদরের মীরহাটি গ্রামের এক মহিলা রয়েছেন।

এ রকম পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সাময়িকভাবে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

নিকলী উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না আক্রান্তের বিষয়টি নিশ্চিৎ করে আমার বাংলাদেশকে জানান, আসলে লকডাউন শব্দটা বুঝতে না পেরে অনেকেই বিভ্রান্তির শিকার হচ্ছে। এ উপজেলাকে আরও আগেই লকডাউন ঘোষণা করা হয়েছে।

এখন আক্রান্ত এলাকার ক্ষেত্রে আমরা অধিক কঠোর ব্যবস্থা নিচ্ছি।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ