কোভিড-১৯: সরকারি চাকুরেদের মৃত্যুতে ক্ষতিপূরণ সর্বোচ্চ ৫০ লাখ টাকা

আক্রান্ত হলে পদমর্যাদা ভেদে সর্বনিম্ন ৫ থেকে ১০ লাখ টাকা এবং মারা গেলে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে ক্ষতিপূরণের এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সরাসরি কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ এ সংক্রান্ত সরকার ঘোষিত নির্দেশনা বাস্তবায়নে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী এবং প্রত্যক্ষভাবে নিয়োজিত প্রজাতন্ত্রের অন্যান্য কর্মচারী দায়িত্ব পালনকালে করোনাভাইরাসে আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ সরাসরি আর্থিক সুবিধা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পরিপত্রে ক্ষতিপূরণের বিষয়ে বলা হয়, বেতন স্কেল অনুযায়ী ১৫-২০তম গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন ৫ লাখ টাকা, আর মারা গেলে পাবেন ২৫ লাখ টাকা। ১০-১৪তম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ৭ লাখ ৫০ হাজার টাকা আর মারা গেলে পাবেন ৩৭ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রথম-নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন ১০ লাখ টাকা এবং মারা গেলে পাবেন ৫০ লাখ টাকা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ