করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার দুই থেকে ১৪ দিনের মধ্যে নতুন ছয়টি উপসর্গ

করোনা ভাইরাসের সংক্রমণ হওয়ার দুই থেকে ১৪ দিনের মধ্যে নতুন ছয়টি উপসর্গ দেখা দিতে পারে। এগুলো হলো- শরীর ঠান্ডা হয়ে যাওয়া, বারবার কাঁপুনি, পেশী ব্যথা, মাথা ব্যথা, গলা ব্যথা, স্বাদ ও ঘ্রাণশক্তি হারানো।এর আগে কোভিড-১৯ এর উপসর্গ হিসেবে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরের উল্লেখ ছিল। গত কয়েক সপ্তাহ ধরে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসকরা এই নতুন উপসর্গ সম্পর্কে জানতে পেরেছেন। বিশেষত, মার্চের মাঝামাঝি সময় থেকেই ব্রিটেনে আক্রান্তরা স্বাদ ও গন্ধ না নিতে পারার কথা জানান। ব্রিটেনের কয়েকজন নাক, কান ও গলার চিকিৎসক জানান, প্রাথমিকভাবে কোভিড-১৯ এর উপসর্গ হিসেবে স্বাদ ও ঘ্রাণশক্তি হারানোকে বিবেচনা করা যেতে পারে। একজন রোগী বলেন, ‘আমার সারাক্ষণই ক্লান্ত লাগতো। এমনকি বই পড়তে গেলেও ক্লান্ত হয়ে পড়তাম। বিছানা থেকে দুই পা হাঁটলেই টয়লেট। তবুও আমার মনে হতো টয়লেট থেকে আর বিছানায় ফিরতে পারব না। আমি প্রচন্ড ঠান্ডায় কাঁপতাম। তবে, গায়ে জ্বর ছিল না। অনেক রোগীর ফুসফুসে রক্তক্ষরণ দেখা গেছে। রক্ত জমাট বাঁধার কারণে অনেকে স্ট্রোক করেছেন। তাই শুধু জ্বর, গলা ব্যাথা, সর্দি কাশি ইত্যাদি উপসর্গের উপর নির্ভর না করে নতুন উপসর্গের দিকেও খেয়াল রাখতে হবে।

ডাঃ আবিদুর রহমান জিমি

(আরপি মেডিসিন)

সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ