কিশোরগঞ্জে নতুন করে সাতজনের করোনা শনাক্ত

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়। এই ১৩১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে সাতজনের মধ্যে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। রোববার (২৪ মে) পর্যন্ত কিশোরগঞ্জ জেলায় করোনা শনাক্তের সংখ্যা ছিল ২৭৭ জন। সোমবার (২৫ মে) কোন রিপোর্ট পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, কিশোরগঞ্জ জেলা থেকে বুধবার (২০ মে) সংগৃহীত ১৩১ জনের নমুনার মধ্যে ১২২ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

নতুন করোনা শনাক্ত হওয়া এই ৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার ২ জন, হোসেনপুর উপজেলার একজন, পাকুন্দিয়া উপজেলার ৩ জন এবং কটিয়াদী উপজেলার একজন।

তাদের মধ্যে করোনা শনাক্ত হওয়া পুরুষ (৩১) কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাথিয়া গ্রামের অধিবাসী। তিনি ঢাকা জজ কোর্টের একজন শিক্ষানবিস আইনজীবী।

অন্যদিকে করোনা শনাক্ত হওয়া নারী (২৩) কিশোরগঞ্জ শহরের পশ্চিম তারাপাশা এলাকার বাসিন্দা। গত ১৯ মে পাওয়া রিপোর্টে ওই নারীর ভাই এর করোনাভাইরাস কোভিড-১৯ পজেটিভ এসেছিল।

করোনা পজেটিভ ভাই একজন আনসার সদস্য। তিনি নরসিংদী জেলার সোনালী ব্যাংকের একটি শাখায় কর্মরত রয়েছেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ