কেন এ বছরও বিয়ে হচ্ছে না নুসরাতের

২০২০ সালের ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটিবদল হয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার। চলতি বছরের নভেম্বর মাসে বড় আয়োজনে তাঁদের বিয়ের কথা ছিল। কিন্তু এ বছরও বিয়েটা হচ্ছে না তাঁদের।

এক মাসের বেশি সময় ধরে ‘বঙ্গবন্ধু’ ছবির কাজ করে এলেন ফারিয়া। প্রথম ধাপের শুটিং শেষ করে ভারতের মুম্বাই থেকে ১২ ফেব্রুয়ারি দেশে ফিরেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার তিনি জানালেন সেখানকার অভিজ্ঞতার কথা। ফারিয়া বলেন, ‘এমন একটি ছবিতে কাজের সুযোগ পাওয়ায় আমি যে কত খুশি, কত যে আনন্দিত, বলে বোঝাতে পারব না। কিছু কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।’

শুটিং সেট থেকে শুরু করে কাজ, সবখানে যত্নের ছাপ দেখে অভিভূত ফারিয়া। তিনি বলেন,‘শ্যাম বেনেগাল থেকে শুরু করে ইউনিটের সবাই শিল্পীদের জন্য যেন আশীর্বাদ। শিল্পীদের সংলাপ, দৃশ্য ধারণের সময় এত সুন্দর, এত অমায়িকভাবে সহযোগিতা করেন সবাই, অবিশ্বাস্য। প্রতিটি দৃশ্য করার আগে ক্যামেরাসহ অন্তত দশবার অনুশীলন করা হয়। এরপরে চূড়ান্ত দৃশ্যে যাওয়া হয়। ফলে সেটে গিয়ে আমাদের ভুল করার কোনো অপশন ছিল না।’ ‘বঙ্গবন্ধু’ ছবিতে ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। শুটিংয়ের রোমাঞ্চকর অভিজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন, ‘প্রথম দিন থেকেই শুটিং সেটে আমাকে “হাসিনা” বলে ডাকা হতো। সেটে প্রথম প্রথম এই নামে আমাকে কেউ কেউ ডাকাতেই চমকে উঠতাম। একটা পর্যায়ে আমার নাম ফারিয়া যেন ভুলেই গেলাম। শুটিংয়ের পুরো দিনগুলোতে হাসিনা হয়ে গেলাম। এই নামের অনুভূতিতে ভয় ও গর্ব বোধ করেছি।’

ভারতের বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে কাজের অভিজ্ঞতা আছে ফারিয়ার। ‘বঙ্গবন্ধু’ ছবিতে অভিনয় করতে গিয়ে শ্যাম বেনেগালের মতো খ্যাতিমান পরিচালকের সঙ্গে কাজের সুযোগ হয়েছে। এটি তাঁর অভিনয়জীবনের বিশেষ প্রাপ্তি বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘মুম্বাইতে শ্যাম বেনেগালের ইউনিট যে হোটেলে থাকে, ওই হোটেলে আমিও ছিলাম। রাতে একসঙ্গে ডিনার করতাম। রাত আট থেকে দশটা ডিনারের টেবিলে তাঁর সঙ্গে আড্ডা হতো। কখনো কখনো ওই আড্ডায় তিশা আপাও আসতেন। শ্যাম বেনেগাল এত জ্ঞানী মানুষ, তবু তিনি সুন্দর করে আমার হাজারো প্রশ্নের উত্তর দিতেন। একটুও বিরক্ত হতেন না। ডিনারের ওই দুই ঘণ্টা আমার জীবনের স্মরণীয় সময়।’

মুম্বাই থেকে ফিরতেই তাঁর জীবনে ঘটে গেছে দুটি ঘটনা। এক. প্রথমবারের মতো সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এ অভিনেত্রী। নিজের অভিনীত ‘যদি…কিন্তু… তবুও…’ ছবিতেই শোনা যাবে গানটি। আরেক ঘটনা হলো, বৃহস্পতিবার দুপুরে একটি মার্সিডিস গাড়ি কিনেছেন তিনি। এ নিয়ে উচ্ছ্বসিত ফারিয়া বলেন, ‘আরও আগে কিনতে চেয়েছিলাম। কিন্তু প্যান্ডেমিকের কারণে কেনা হয়নি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরে গাড়িটি কিনব।’ গাড়িটি হবু বরের উপহার কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমার নিজের টাকা দিয়ে কেনা। হবু বরের সঙ্গে অর্থনৈতিক কোনো লেনদেন এখনো হয়নি। আছে শুধু ভালোবাসার লেনদেন। কারণ, এখনো আমাদের কাবিন হয়নি।’কিন্তু বিয়েটা কেন হচ্ছে না? জানতে চাইলে ফারিয়া জানালেন, নতুন খোলা কোম্পানি নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন রিয়াদ রশিদ। অন্যদিকে ফারিয়া ব্যস্ত সিনেমার শুটিং নিয়ে। তিনি বলেন, ‘নতুন কোম্পানি দাঁড় করাতে দিনরাত কাজ করছেন তিনি। তা ছাড়া আমার হাতে “বঙ্গবন্ধু”সহ পাঁচটি ছবি। শুটিং শেষে প্রচারে ব্যস্ত থাকতে হবে। বড় আয়োজন করে বিয়ে করা হবে না এখন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এ বছর বিয়ের অনুষ্ঠান করব না। ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আগামী বছর সুন্দর একটা সময় বের করে আয়োজনটি সম্পন্ন করব।’

৩১ মার্চ ‘বঙ্গবন্ধু’ ছবির দ্বিতীয় ধাপের শুটিং করতে আবারও মুম্বাই যাবেন নুসরাত ফারিয়া। ৮ এপ্রিল পর্যন্ত শুটিং করে ফিরবেন বাংলাদেশ অংশের কাজে। এ ছাড়া তাঁর হাতে রয়েছে আরও পাঁচটি সিনেমা। এগুলো হলো ‘অপারেশন সুন্দর’, ‘পাতালঘর’, ‘ঢাকা ২০৪০’ এবং কলকাতার দুটি ছবি ‘বিবাহ অভিযান টু’ ও ‘ভয়’। ‘অপারেশন সুন্দরবন’, ‘পাতালঘর’ ছবি দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। বাকিগুলোর শুটিং এখনো শেষ হয়নি। এর মধ্যে নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন কি না, জানতে চাইলে ফারিয়া বলেন, ‘মুক্তির অপেক্ষায় থাকা ছবিগুলোর প্রচার-প্রচারণাসহ মুক্তির সময় কিছু কাজ করতে হবে আমাকে। এ ছাড়া ‘বিবাহ অভিযান টু’-এর শুটিং জুন মাসে যুক্তরাজ্যে। ‘ভয়’ ছবির আরও এক সপ্তাহের কাজ বাকি আছে, ঈদের পরপরই সেটা শুরু হতে পারে। এসব শেষ না করে আর নতুন কাজ হাতে নিচ্ছি না।’

Source:Jagonews24