করোনায় থমকে গেলো টম ক্রুজের ‘মিশন’

হলিউডের জনপ্রিয় ফিল্ম ‘মিশন ইম্পসিবলে-৭’ নির্মাণাধীন সর্বশেষ চলচ্চিত্রটির শুটিং ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এ চলচ্চিত্রের ব্রিটিশ সেটে কর্মরত কয়েকজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স।

আগামী ১৪ জুন টম ক্রুজ অভিনীত এই ছবিটির সিনেমাটির শুটিং পুনরায় শুরু হবে।

একটি নাইটক্লাব দৃশ্যের শুটিংয়ের পর ওই ইউনিটের ১৪ সদস্যের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তাই ওই সেটে কর্মরত টম ক্রুজসহ সবাইকে ১৪ দিনের সেলফ-আইসোলেশনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য এ ব্যাপারে যোগাযোগ করেও টম ক্রুজের এক মুখপাত্রের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

করোনা ভাইরাস মহামারির কারণে এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে ইতালির ভেনিসে চলতে থাকা ‘মিশন ইম্পসিবল ৭’-এর শুটিং স্থগিত করা হয়। এরপর গত বছর সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশে শুটিং আবারও শুরু হয় এটির। চলচ্চিত্রটি আগামী বছরের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Source:Daily ittefaq