যে কারণে সংবাদমাধ্যমের ওপর নাখোশ দেব
পশ্চিমবাংলার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেবকে মিডিয়ার ওপর কখনো চড়াও হতে দেখা যায়নি। সবসময় সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন তিনি।
তবে এবার সংবাদমাধ্যমের ওপর বেশ নাখোশ হয়েছেন এই টালিউড নায়ক। দেবের অভিযোগ তাকে নিয়ে ভুয়া খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।
প্রযোজক-পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে দেব অভিনয় করছেন বলে সম্প্রতি পশ্চিমবঙ্গের কয়েকটি সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে। তবে এই খবর সত্যি নয় বলে জানিয়েছেন দেব।
সংবাদপত্রে প্রকাশিত এ সংক্রান্ত একটি প্রতিবেদন নিজের টুইটারে শেয়ার করে দেব লিখেছেন, সংবাদপত্রের ভুয়া খবর প্রচারের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হওয়া উচিত। এই খবর এখন পর্যন্ত সত্য নয়।
তবে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় জুটির সঙ্গে কাজ করছেন না শুনে বেশ হতাশই হয়েছেন দেবের ভক্তরা।
একজন লেখেন, ‘কী বলছ দাদা, এই খবর সত্যি নয়! আমি কত কী ভেবে ফেললাম।’
আরেকজনের মন্তব্য করেছেন, ‘এই সমস্ত ফেক নিউজ থেকে সাবধান থাকবেন দাদা। আপনি ভালো থাকলেই তো আমরা ভালো থাকব।’
আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় তারা বিনোদন নিয়ে কোনো বড় খবর পাচ্ছে না! বিনোদনের শ্রেষ্ঠ নাম তুমি তাই তারা নিজেদের মতো একটা বানিয়ে ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করছে!’
Source:Daily Jugantor