সোশাল মিডিয়াতে সব বাজে মন্তব্য পড়া সময় ও শক্তির অপচয় : হুমা কুরেশি

২০২০ সালের লকডাউনের পর হুমা কুরেশির ‘বেল বটম’ ফিল্মের কুশলীরাই প্রথম যুক্তরাজ্যে শুটিং করা শুরু করে। হুমার হাতে এখন বেশ কিছু ফিল্ম আর ওটিটি শো আছে। ১৪ মে তার অভিনয়ে হলিউডের জম্বি হাইস্ট ফিল্ম ‘আর্মি অফ দ্য ডেড’ মুক্তি পেয়ে সাফল্য পেয়েছে, তার অর্থ হল পাশ্চাত্যের দরজা খুলে গেছে তার জন্য। এছাড়া ওয়েব সিরিজ মহারানী’তে হুমা রাবড়ি দেবী অনুপ্রাণিত ভূমিকায় অভিনয় করছেন। তার অভিনয় এবং সামগ্রিকভাবে সিরিজটি প্রশংসা পাচ্ছে। অভিনেত্রী জানান, এই করোনা অচলাবস্থায় তিনি তার ফিটনেস সচেতনতাকে বেশ অগ্রাধিকার দিয়ে চলছেন। সোশাল মিডিয়া সম্পর্কে হুমা বলেন, ‘কেউ যদি উপহার দেয় তা গ্রহণ না করার অর্থ হয় না। আমি ট্রলিংকে এভাবেই দেখি। কেউ বাজে কিছু বললে আমি তা এড়িয়ে যাই।’ ‘আমি সোশাল মিডিয়াকে ভক্ত ও দর্শকদের সঙ্গে যুক্ত হবার মাধ্যম হিসেবে দেখি। তবে , আমি সব মন্তব্যকে আমল দেই না। অন্যদের অনেক মন্তব্য আমি গ্রাহ্য করি না। মানুষ সহজেই প্রভাবিত হয়, আমি তা জানি। ১০০ মন্তব্যের মধ্যে যদি মন্দ কিছু এলে সেটিকে প্রাধান্য না দিয়ে প্রশংসাগুলো বিবেচনা করা উচিত। আমি বাজে মন্তব্য নিয়ে পড়ে থাককে সময় ও শক্তির অপচয় বলেই মনে করি।’

Source:Daily Inquilab