কিশোরগঞ্জে ৬৪ হাজার পিস সুরক্ষা সামগ্রী দিলেন রাসেল আহমেদ তুহিন

স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জে বর্তমান করোনা ভাইরাস এর ক্রমবর্ধমান সংক্রমণে সারা দেশ যখন একটি কঠিন সময় পার করছে সে সময়ে সাধারণ ও দু:স্থ মানুষের সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছেন কিশোরগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ রাসেল আহমেদ তুহিন।
কিশোরগঞ্জে মহামারিতে ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ৬৪ হাজার পিস বিভিন্ন ধরনের সুরক্ষা সামগ্রী দিয়েছেন সমাজ সেবক রাসেল আহমেদ তুহিন।
বিকেলে তার ব্যক্তিগত তহবিল থেকে সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমানের কাছে এসব সুরক্ষা সামগ্রী তুলে দেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. সো. মুজিবুর রহমান দৈনিক আমার বাংলাদেশ কে বলেন, করোনায় ডাক্তার, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের জন্য ১০ হাজার ২০০টি এন৯৫ মাস্ক, ৫৩ হাজার সার্জিকেল মাস্ক, ৮৯৫ পিস পিপিই ও ৪০০ পিস সুরক্ষা চশমা প্রদান করেন রাসেল আহমেদ তুহিন। এসব সুরক্ষা সামগ্রী স্বাস্থ্য বিভাগের কর্মীদের সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
এ সকল স্বাস্থ্য সামগ্রী বিতরণের সময় রাসেল আহমেদ তুহিন সকলকে মাস্ক পরাসহ সামাজিক দুরত্ব বজায় রেখে সতর্কতার সাথে জীবন যাপনের মাধ্যমে করোনার সংক্রমন থেকে নিরাপদ থাকার অনুরোধ করেন। এ ছাড়াও তিনি চলমান এবং ভবিষ্যৎ যে কোন সংকটের সময় কিশোরগঞ্জ এর সকল মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ