কোভিড ভেক্সিন বিষয়ক বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর:

**💉কারা টীকা নিতে পারবেন না 💉**
• কোভিশীল্ড ভেক্সিনের কোন উপাদানে (active substance বা Excepients) যদি কারো পূর্ব থেকে এলার্জী থাকে , তারা এই টীকা নিবেন না।
• কোভিশীল্ডের প্রথম ডোজের পর যাদের শরীরে তীব্র পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তারা আর দ্বিতীয় ডোজ নিবেন না।
•যদি কারো অন্য কোন ভেক্সিন ,কোন ইনজেকশন , কোন ঔষধ বা কোন খাবারে তীব্র এলার্জিক রিয়েক্শন (Anaphylaxis or severe allergic reaction) হবার ইতিহাস থাকে, তারা এই টীকা নিবেন না। মৃদু বা মাঝারি মাত্রার এলার্জীর ইতিহাস থাকলেও এই টীকা নেয়া যাবে।
•গর্ভবতী মা / দুগ্ধদানকারী মা ও
•১৮ বৎসরের নীচে কেউ এই টীকা নিবেন না।
💉কারা টীকা নিতে পারবেন💉
………. ……….. …………..
•কোভিড আক্রান্ত যে কোন রোগী RT PCR নেগেটিভ / সুস্থ্য হওয়ার ২৮ দিন পর
•অন্য কোন দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন এবং নিয়মিত চিকিৎসা নিচ্ছেন যেমন : হৃদরোগ, ডায়াবেটিস ( নিয়ন্ত্রিত), এজমা , সিওপিডি বা অন্য কোন ফুসফুসের রোগ, স্নায়ুরোগ , কিডনী রোগ, ক্যান্সার ইত্যাদি
•রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমন অসুখ অথবা রোগ প্রতিরোধ কমিয়ে ফেলে এমন ঔষধও যারা সেবন করছেন , তারাও টীকা নিতে পারবেন । তবে তাদের ক্ষেত্রে টীকার কার্যকারিতা কম হতে পারে।
💉কারা সাময়িকভাবে (৪-৮ সপ্তাহ)টীকা নেয়া থেকে বিরত থাকবেন**💉
……… ………….. ……………. …………. …………
•যাদের শরীরে এই মুহূর্তে কোভিড -১৯ এর উপসর্গ আছে বা অন্য কোন অসুস্থতায় (acute illness)ভুগছেন
•যেসব কোভিড আক্রান্ত রোগী চিকিৎসা হিসেবে প্লাজমা নিয়েছেন
**💉কারা সাবধানতার সাথে টীকা নিবেন **💉
………….. ………… …….. ……. …..
•যারা রক্তরোগ যেমন : Bleeding disorder বা Coagulation disorder এ ভুগছেন , তারা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টীকা নিবেন।
….. …. …. …… …… …………….
‘’নিজে টীকা নিন , অন্যকে টীকা নিতে উৎসাহিত করুন
#সুরক্ষিত #থাকি , #সুরক্ষিত #রাখি।’’
……………………………………………………………..
ডা. মুহাম্মদ আতাউর রহমান
সহকারী অধ্যাপক ( মেডিসিন)
কোর মেম্বার , করোনা ডেডিকেটেড টিম
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল , কিশোরগঞ্জ।