কম বয়সে স্বাবলম্বী হওয়া কি আসলেই খুব কঠিন

স্বাবলম্বী কথাটির অর্থ হলো আত্মনির্ভরশীল হওয়া। যাকে বলে নিজেকে নিজের উপর নির্ভর থাকা

নিজের উপর নির্ভরশীল

স্বাবলম্বী হওয়ার মূলে রয়েছে লক্ষ্য। যে ব্যক্তির লক্ষ্য স্থির সে ব্যক্তি সহজেই স্বাবলম্বী হতে পারবে। অনেকেই আবার ভাবেন স্বাবলম্বী হতে হলে অনেক টাকা-পয়সা থাকা লাগে। তা না হলে স্বাবলম্বী হওয়া যাবে না। এটা সম্পূর্ন ভূল ধারনা। অল্প বয়সে স্বাবলম্বী হওয়া কি অনেক কঠিন? না অল্প বয়সে স্বাবলম্বী হওয়া মোটে ও কঠিন না। যদি আপনি অল্প বয়স থেকেই স্বপ্ন দেখা শিখে থাকেন এবং সেই স্বপ্নের পিছু ধরে যদি ছোটা শুরু করেন তাহলে আপনি হবেন সেই স্বাবলম্বী ব্যক্তি। সেই স্বপ্ন যদি ২দিনের জন্য হয় তাহলে কোন লাভ হবে না।

যেমন আপনি একজন কন্ঠশিল্পী হতে চান। তাহলে আপনাকে প্রতিদিন সকালে উঠে রেওয়াজ করতে হবে। ওই রেওয়াজটি যদি দিনের পর দিন চালিয়ে যান তাহলে একদিন আপনি হবেন সফল কন্ঠশিল্পী। তারপর যেমন ধরেন আপনার ইচ্ছা প্রোগ্রামার হবেন তাহলে আপনাকে প্রচুর পরিমানে প্রগ্রামিং ল্যাংগুয়েজ লিখতে হবে। বারবার চেষ্টা করার পরই তো হবেন একজন সফল প্রোগ্রামার। এই সব নিয়ে আপনি যদি দুই দিন কাজ করার পর কঠিন বলে সরে যান তাহলে আপনি কোনদিন ই সফল হতে পারবেন ন। আপনি অল্প বয়সে যদি স্বাবলম্বী হতে চান তাহলে আপনাকে চিন্তা করা শিখতে হবে। সেই বিষয় নিয়ে চিন্তা করতে হবে। কী ভাবে কাজ করলে সহজ হবে বা কী ভাবে কাজ করলে আপনি খুব তারাতারি সফল ব্যক্তি হবেন। আজ পর্যন্ত যারা সফল হয়েছেন তারা সবাই গভীর রাত পর্যন্ত চিন্তা করতেন। যে ব্যক্তির ইচ্ছা শক্তি ও চিন্তা শক্তি প্রবল সে ব্যক্তি একদিন অবশ্যয় স্বাবলম্বী হতে পারবেন। স্বাবলম্বী হতে হলে আপনাকে নিজের উপর আস্থা রাখতে হবে যে, আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারব। আপনার লক্ষ্যে পৌঁছানোর আগে আপনাকে অনেকে বাঁধা দিবে। এমনকি আপনার পরিবারের অনেক সদস্য ও বাঁধা দিবে। যারা আপনাকে বাঁধা দেওয়ার চেষ্টা করবে তাদেরকে উপেক্ষা করে আপনাকে আপনার লক্ষ্য পৌঁছানোর জন্য কঠোর প্ররিশ্রম করতে হবে। সবাই সবার লক্ষ্য স্থির করতে পারে না। আর যারা তাদের লক্ষ্য স্থির করতে পারে তারাই হয় স্বাবলম্বী বা সফল ব্যক্তি। সফল ব্যক্তি সবাই হতে পারে না। ১০০ জনের ভিতর ১-২ জন সফল হয় এই ব্যক্তিরাই তাদের লক্ষ্যে অটল-অবিচল থাকে। পৃথিবীর কোন শক্তিই তাদের লক্ষ্য থেকে সরাতে পারে না। তাই আপনিও স্বাবলম্বী হতে হলে আপনার প্রথম কাজ নিজেকে বিশ্বাস করা যে আমি পারব। কারণ আপনার ভিতর যে গুনাগুন আছে সেটা শুধু মাত্র আপনি ই জানেন তাছাড়া আর কেউ জানে না। তাই আপনাকে যদি কেউ বলে তুমি পারবে না সেটা আপনি মেনে নিয়ে বসে থাকবেন কেন ? আপনি কী করতে পারবেন, সেটা শুধু মাত্র আপনিই জানেন। যদি আপনি স্বাবলম্বী হতে চান তাহলে শুধু মাত্র আপনি আপনার মনের কথা শুনবেন। অন্য কারো কথা নয়, তাহলেই আপনি অল্প বয়সে স্বাবলম্বী হতে পারবেন। স্বাবলম্বী হতে হলে সব মানুষকে সাধনা করতে হয়।

Source: viralbd