বাড়বাড়ন্ত কোটি টাকার হিসাব

কোটি টাকা আছে এমন হিসাব
১৯৭৫ সালে মাত্র ৪৭টি।
২০১৫ সালে ৫৭ হাজার ৫১৬টি।
২০২০ সালের মার্চে ছিল ৮২ হাজার ৬২৫টি।
গত মার্চ শেষে ৯৪ হাজার ২৭২টি।

দেশে প্রকৃত কোটিপতির সঠিক হিসাব বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে না। ফলে কত মানুষের কোটি টাকা রয়েছে, তার সঠিক পরিসংখ্যান জানা যায় না। তবে ধারণা করা হচ্ছে, করোনার কারণে কিছু মানুষ যেমন গরিব হয়েছে, তেমনি ধনীরা আরও বেশি ধনী হয়েছেন। করোনার কারণে অনেক ধনী পরিবার তাদের উত্তরাধিকারদের মধ্যে সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা করে দিয়েছে। আবার কারও কারও মৃত্যুর কারণেও ধনী পরিবারের সম্পত্তি ভাগাভাগি হয়েছে। এসব কারণেও কোটি টাকা রয়েছে, এমন ব্যাংক হিসাবের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যাংকাররা।