ফেসবুক লাইভে ভুয়া তথ্য ছড়ানোয় বলসোনারোর বিরুদ্ধে তদন্ত হবে

ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে দেশের ইলেকট্রনিক ভোটিং সিস্টেম নিয়ে অবিরাম এবং ভিত্তিহীন আক্রমণের জন্য তদন্ত করবেন দেশটির ইলেকটোরাল কোর্ট। গত সোমবার আদালতের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম ফেডারেল কোর্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে ফেসবুক লাইভে এসে ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে তদন্ত করার জন্য আবেদন করতে সম্মত হয়েছে দেশটির সর্বোচ্চ নির্বাচনী সংস্থা।