তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

৭. ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি?

ক. লেখালেখি খ. ছবি সংযোজন

গ. এডিটিং ঘ. সেভ করা বা সংরক্ষণ

৮. রিবনের কোন বোতামে চাপ দিলে অক্ষর মোটা হয়?

ক. G খ. I

গ. B ঘ. U

৯. অফিস সফটওয়্যার ব্যবহার করা যায় কোন মাধ্যমে?

ক. ডেস্কটপ খ. ল্যাপটপ

গ. স্মার্টফোন ঘ. সব কটি

১০. মানুষ তার কল্পনাকে অন্যের সামনে তুলে ধরে কিসের মাধ্যমে?

ক. হিসাব-নিকাশের মাধ্যমে

খ. ঘুরে বেড়ানোর মাধ্যমে

গ. ডেটাবেইসের ব্যবহারে

ঘ. লেখালেখির মাধ্যমে

১১. লেখা সম্পাদনার প্রথম কাজ কোনটি?

ক. লেখার আকার ছোট-বড় করা

খ. বানান সংশোধন করা

গ. ছবি যোগ করা

ঘ. বক্স আকারে লেখাকে উপস্থাপন করা

১২. ওয়ার্ড প্রসেসরের সাহায্যে—

i. শতকরার হিসাব করা যায়

ii. নির্ভুলভাবে লেখালেখি করা যায়

iii. একসঙ্গে একাধিক ডকুমেন্টে কাজ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৭. গ ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. খ ১২. গ

Source: Prothomalo