ডিবিএল ফার্মায় ৩০০ জনের চাকরির সুযোগ
টেরিটরি অফিসার পদে সদ্য পাশ করা অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে নূন্যতম যোগ্যতা হিসেবে স্নাতক পাশ এবং এসএসসি পর্যায়ে জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

এছাড়াও অধিক অভিজ্ঞ প্রার্থীদের জন্য প্রায় ৫০টি এরিয়া ম্যানেজার পদে নিয়োগ আহ্বান করা হয়েছে। ইমেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে hr@dbl-pharma.com এই ঠিকানায়। বিস্তারিত পাওয়া যাবে ৬ আগস্ট প্রকাশিত প্রথম আলোর চাকরির পাতায়।
Source: Prothomalo