সূত্রাপুরে হেলে পড়েছে ‘এত টুকু বাসা’

রাজধানীর সূত্রাপুরের কুলুটোলা এলাকার একটি ছয়তলা ভবন হেলে পড়েছে। ভবনটি ঝূঁকিপূর্ণ হওয়ায় ইতিমধ্যে সেখানে বসবাস করা ছয়টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশীদ।ঝূঁকিপূর্ণ ভবনটির অবস্থান সূত্রাপুরের কুলুটোলা এলাকার ৪৭/২ তনুগঞ্জ লেনে। ভবনটির নাম ‘হাজী বাড়ী, এত টুকু বাসা।’

ঝূঁকিপূর্ণ ভবনের বিষয়ে জানতে চাইলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তনুগঞ্জ লেনের ছয়তলা ভবনটি ঝূঁকিপূর্ণ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে আসেন। পরে মাইকিং করা হয়। ভবনে থাকা পরিবারের সদস্যরা বাসা ছেড়ে দিয়েছেন।

অবশ্য ফায়ার সার্ভিসের কর্মকর্তা বজলুর রশীদ বলেন, ঝূঁকিপূর্ণ ছয়তলা ভবনের পূর্ব পাশে একটি চারতলা ভবন রয়েছে। ভবনটি ওই দিকে ঝুঁকে রয়েছে। যেকোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। ওই চারতলা ভবনের বাসিন্দাদের বের হতে বলা হয়েছে। কেউ বের হয়েছেন, কেউ বের হননি। তবে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Source: Prothomalo