বাংলাদেশে কর বেশি, ইন্টারনেটের দাম কম

বাংলাদেশে ইন্টারনেটের দাম অন্যান্য দেশের তুলনায় অনেক কম বলে দাবি করেছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। সংগঠনটি যুক্তরাজ্যের প্রতিষ্ঠান কেব্‌লের হিসাব তুলে ধরে জানিয়েছে, মোবাইল ইন্টারনেটের দামের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে ৮তম। এ দেশে প্রতি গিগাবাইট ইন্টারনেট প্যাকেজের গড় দাম ২৯ টাকার মতো।

আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল মতবিনিময় সভায় অ্যামটবের মহাসচিব এস এম ফরহাদের তুলে ধরা উপস্থাপনায় এ কথা বলা হয়। এতে আরও বলা হয়, বাংলাদেশে মোবাইল সেবার ওপর করহার অনেক বেশি। আর ইন্টারনেট সেবার মান শুধু মোবাইল অপারেটরদের ওপর নির্ভর করে না।

Source: Prothomalo