২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় ৪ মৃত্যু, আক্রান্ত ৩৩২

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৩৩২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২০৮ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১২৪ জন। একই সময় মারা যাওয়া ব্যক্তিদের একজন শহরের। অপর তিনজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা করে ৩০১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৬ শতাংশ। সেদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাব অনুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ৯৬ হাজার ৮৩৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১ হাজার ১৭০ জন।

Source: Prothomalo