রাতের রাজা

জাহাঙ্গীর আলম জাহান
ওরা না হয় রাতের রাণী
কিন্তু কোথায় রাজারা
আমরা শুধু তাদের চিনি
খায় পুলিশের ঘা যারা।
রাতের রাজা দিব্যি থাকে
ভোগান্তি হয় রাণীদের
একটু যদি চিনিয়ে দিতেন
নৈশকালীন প্রাণীদের।
সেই প্রাণীরা সোসাইটিতে
ঘুরছে মুখোশ লাগিয়ে
তাদের নাকি দিন চলে না
রাণীর কাছে না গিয়ে।
কিন্তু রাণীর বিপদ দেখে
রাতের রাণীর রাজারা
মুখোশ খুলে ভদ্র সাজেন
দিয়ে নিজের গা’ ঝাড়া।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ