মানবিক এরশাদ উদ্দিন রমজানে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করবেন

স্টাফ রিপোর্টার
স্বাভাবিকভাবেই বাজারে জিনিসপত্রের দাম চড়া। তার ওপর রমজানে আরও বেড়ে যায়। ব্যতিক্রম একজন। তিনি হলেন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের মানবিক এরশাদ উদ্দিন। রমজান উপলক্ষে তিনি তার খামারের দুধ ১০ টাকা লিটারে বিক্রি করবেন।

বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শিল্পপতি এরশাদ উদ্দিনের প্রতিষ্ঠিত ফার্মে দৈনিক ৫০ থেকে ৬০ লিটার দুধ উৎপাদিত হচ্ছে। সেটার বড় একটি অংশ ১০টাকা লিটারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
মানবিক এরশাদ উদ্দিন বলেন, রমজান ছাড়া তিনি বিভিন্ন হোটেলে ৬০ টাকা লিটারে দুধ বিক্রি করে থাকেন। রমজানে দুধের চাহিদা বেড়ে যায়। কিন্তু সেটা দরিদ্র নিম্নবিত্তদের ক্রয় মতার বাইরে থাকে। এ বিষয়টা চিন্তা করে তিনি তাদের জন্য নামমাত্র মূল্যে অর্থাৎ ১০টাকা লিটারে দুধ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। সেটা প্রথম রমজান থেকে শুরু করে রমজানের শেষ দিন পর্যন্ত চলমান থাকবে। প্রতিজন দৈনিক সর্বোচ্চ এক লিটার দুধ কিনতে পারবেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ