দেশ এর চেয়ে বিদেশে বেশি হল লাভ করেসে ‘সুড়ঙ্গ’

দেশের গণ্ডি পেরিয়ে আগামী ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেতে চলেছে ‘সুড়ঙ্গ’। তবে দেশের চেয়ে পশ্চিমবঙ্গেই বেশি হল পেয়েছে সিনেমাটি। ঈদে ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সুড়ঙ্গ’। তবে দেশে বেশি হল না পেলেও, পশ্চিমবঙ্গে ঠিকই অধিক প্রেক্ষাগৃহে জায়গা করে নিয়েছে ‘সুড়ঙ্গ’।মঙ্গলবার (১৮ জুলাই) নিজের ফেসবুক পেজে পশ্চিমবঙ্গের যেসব প্রেক্ষাগৃহে ‘সুড়ঙ্গ’ মুক্তি পাচ্ছে, তার একটি তালিকা শেয়ার করেছেন নির্মাতা রায়হান রাফি। পশ্চিমবঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমার পরিবেশকের দায়িত্বে রয়েছেন ভারতের প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কোটেশ ফিল্মস-এসভিএফ।

এদিকে পশ্চিমবঙ্গে মুক্তি উপলক্ষে রোববার (১৬ জুলাই) ‘সুড়ঙ্গ’ সিনেমার ট্রেলার প্রকাশ করেছে এসভিএফ। নতুন ট্রেলারটি দেখার পর পশ্চিমবঙ্গের অনেকেই সিনেমাটি দেখার আগ্রহ প্রকাশ করছেন।‘সুড়ঙ্গ’-তে আফরান নিশোর সঙ্গে অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন, শহীদুজ্জামান সেলিম, মোস্তফা মনওয়ার, মনির আহমেদ শাকিল প্রমুখ। সিনেমার আইটেম গানে নেচেছেন আরেক জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া।

একের পর এক রেকর্ড গড়ছে ‘সুড়ঙ্গ’। থ্রিলার ও রহস্যে ভরা সিনেমাটি দর্শকদের মন জয় করে নিয়েছে। সিনেমাটি দেখতে মুক্তির প্রথম দিন থেকেই দর্শক ভিড় করছেন সিনেমা হলগুলোতে। সেই ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। মাত্র সাত দিনে সিনেমাটি টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন রেকর্ড গড়ছে। এক সপ্তাহে কত টাকার টিকিট বিক্রি করল সিনেমাটি?
ঢালিউড সিনেমা যেন আবার সুদিনে ফিরেছে। সেটা বোঝা যায় ‘সুড়ঙ্গ’ সিনেমার নিয়ে দর্শকদের আগ্রহ দেখে। মুক্তির প্রথম দিন থেকেই মাল্টিপ্লেক্সে দর্শকদের আলোচনায় আছে আফরান নিশো অভিনীত ‘সুড়ঙ্গ’। ঈদের দ্বিতীয় দিনে সিনেমাটির টিকিট পাননি অনেকে। তৃতীয় দিন এসে স্টার সিনেপ্লেক্সে শোর সংখ্যার দিক দিয়ে রেকর্ড গড়েছে ছবিটি।

Credit :Ittefaq