করিমগঞ্জে ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ শুরু

করিমগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জে শুরু হয়েছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পাপিলোমা ভাইরাস (এইচপিভি)টিকাদান ক্যাম্পেইন কর্মসূচীর তদারককারী ও টিকাদান  কর্মীদের প্রশিক্ষণ।৪ অক্টোবর থেকে রাজধানীসহ ঢাকা বিভাগে এই কর্মসূচী শুরু হচ্ছে।এই কর্মসূচী আওতায় সরকারের উদ্যোগে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সি কিশোরদের এ টিকা বিনামূল্যে দেয়া হবে।গতকাল রবিবার, ১ অক্টোবর করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য জানানো হয়।করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদরাসা এবং সকল ইপিআই টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এ টিকাদান কর্মসূচী হবে।জানা গেছে,এই এইচপি টিকাদান কর্মসূচী সফল করতে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পযার্য়ের কর্মীদের নিয়ে  প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।প্রশিক্ষণ কার্যক্রমে সভাপতিত্বে করেন করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা:রিয়াদ শাহেদ রনি।এটি পরিচালনা করেন ডা:নাদিম হোসাইন ও করিমগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক  জিল্লুর রহমান।

 

 

 

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ