পাকুন্দিয়ায় পানির নিচে ১৬৯৫ হেক্টর রোপা আমন

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে ১৬৯৫ হেক্টর চাষী রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ফলে ক্ষতিগ্রস্থের কবলে পড়েছে শতশত কৃষক। ভারী বর্ষন হওয়ায় সবুজ ধানের চারা গুলো পানির নিচে ও মাটির সঙ্গে মিশে গেছে। আমন ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় এলাকার কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

আজ মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন, বুরুদিয়া, এগারসিন্দুর, সুখিয়া, চন্ডিপাশা, হোসেন্দী, নারান্দী, পৌরসভার দিয়াপাড়া, চরপাকুন্দিয়া, চালিয়াগোপ, কুড়তলা, সৈয়দগাঁও, দরদরা এলাকা সবচেয়ে বেশি রোপা আমনের ক্ষতি হয়েছে। এসব এলাকায় ধানের জমি এখনও পানির নিচে। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা জানিয়েছেন হঠাৎ এমন ভারী বৃষ্টিপাতে আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল বলেন, আমার নিচ গ্রাম দিয়ার শতাধিক কৃষকের ধান বর্তমানে পানি নিচে রয়েছে। এছাড়াও উপজেলার অন্যান্য এলাকায় কৃষকের রোপিত ধান পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম জানান, আমন ধান ছাড়াও ভারী বৃষ্টির ফলে চরফরাদী ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৭৫ হেক্টর জমির সবজি এবং ২৫ হেক্টর বরজের পান ক্ষতি সাধিত হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ