খালেদা জিয়ার মুক্তি-বিদেশে চিকিৎসার দাবিতে ভোলায় আইনজীবীদের অবস্থান

কামরুজ্জামান শাহীন
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি’র চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা ইউনিট অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বুধবার (১১ অক্টোবর) ভোলা জেলা দক্ষিণ আইনজীবী সমিতির ভবনের সামনে বিকাল ২ টায় এ কর্মসূচী শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়।
অবস্থান কর্মসূচিতে ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. ছালাহউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মো. আমিরুল ইসলাম বাছতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সহ-সাধারন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সহ-সাধারন সম্পাদক এডভোকেট মো. ইউসুফ প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. আনোয়ার হোসেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব মো. ফরিদ উদ্দিন মিয়া, সাবেক সহ-সভাপতি এডভোকেট মো. তৈয়বুর রহমান, সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট মো. হাবিবুর রহমান বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ভোলা জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. রেজাউল করিম ফারুক সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা।
বক্তারা দ্রুততম সময়ে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার দাবী জানান।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ