পাকুন্দিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, 

“অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে  রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলা প্রশাসন (পাকুন্দিয়া দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) আয়োজনে র‌্যালি ও জনসম্মুখে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হইতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরসদর বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।

 

সেখানে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে এ আলম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. মজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. নূরে আলম প্রমুখ। পরে উপস্থিত লোকজনকে সচেতন মূলক একটি অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ