পাকুন্দিয়ায় মডার্ণ ইন্টারশন্যাল স্কুল প্রতিষ্ঠায় মতবিনিময় সভা

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মডার্ণ ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) দুপুরে পৌরসদরের চরপাকুন্দিয়া সেরাবাড়ি সংলগ্ন এলাকায় স্কুলের অস্থায়ী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ঠিকাদার স্কুলের প্রতিষ্ঠাতা মো. বোরহান উদ্দিন। ছাত্রনেতা হিমেলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মো. মিছবাহ উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আড়ালিয়া ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মো. ইসমাঈল, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহীন, পৌর কাউন্সিলর আরিফুল হক, ব্যাংকার আশরাফুল মোনায়েম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, লক্ষীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক ফারুক, স্কুলের নিবাহী পরিচালক তানজিনা বিথি প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য স্মার্ট নাগরিক হতে হবে। ইহাতে দেশ ও জাতির পাশাপাশি ব্যক্তি নিজেও প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে শিক্ষা কারিকুলামেও পরিবর্তন আনা হয়েছে। দক্ষ ও স্মার্ট জনশক্তি গড়ার উদ্দেশ্যে মডার্ণ ইন্টারন্যাশনাল স্কুল নামে পাকুন্দিয়া পৌর সদরে একটি ব্যতিক্রমধর্শী স্কুল প্রতিষ্ঠা করলে এলাকার ছেলে-মেয়েদের অনেক উপকার হবে। এ সময় চরপাকুন্দিয়া এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ