কিশোরগঞ্জের কুলিয়ারচরে অবরোধকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ, কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ

শফিক কবীর

(16) কি ঘটেছিল কিশোরগঞ্জ বিএনপির পিকেটিং এর ঠিক আগ মূহুর্তে। বিএনপি পুলিশের সংঘর্ষে ২জন নিহত আহত শতাধিক। – YouTube

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে শেফায়েত উল্লাহ (২০) নামে এক বিএনপি কর্মী ও বিল্লাল হোসেন (৩০) নামে কৃষকদলের নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়ক ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।
গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় দাবি করা হয়,
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে বিএনপি কর্মী শেফায়েত উল্লাহ (২০) এবং একি এলাকার কাজল মিয়ার ছেলে ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।
এছাড়া আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন অর্ধশতাধিক নেতাকর্মী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার জানান, বিএনপির টানা তিনদিনের অবরোধ কর্মসূচি ঘিরে আজ বেলা ১১ টায় ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছয়সূতী বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন চলাচলে বাঁধা দেয় বিএনপি নেতা কর্মীরা। এ সময় পুলিশ তাদের মহাসড়ক অবরোধে বাঁধা দিলে পুলিশের উপর আক্রমণ চালায় তারা। এতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জসহ ১৫/২০ জন পুলিশ সদস্য আহত হয়, পরে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর একজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুইজন কিভাবে মারা গেলো তা ময়নাতদন্তের পর জানা যাবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ