পাকুন্দিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, 

“সমবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া আজ শনিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে সকাল ১১টায় বর্ণাঢ্য র‌্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়।

সমবায় র‌্যালিতে উপজেলা পরিষদের চেয়রম্যান মোঃ রফিকুল ইসলাম রেনু ও উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহানা আক্তার, উপজেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট আবদুল আউয়াল, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি আজহারুল ইসলাম খোকন, অগ্রগতি ঋণ দান কর্মসূচীর পরিচালক আতাউর রহমান সজল, জন্মভূমি সমবায় সমিতির সমন্বয়কারী আশরাফুল ইসলাম অংশগ্রহণ করেন।

বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রোজলীন শহীদ চৌধুরীর সভাপতিত্বে প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ