নিকলীতে উদ্যামী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, গাছের চারা বিতরণ করলেন ঢাকা বিভাগীয় কমিশনার

জয়দেব আচার্য্য

কিশোরগঞ্জ নিকলীতে আজ ১৩ই নভেম্বর ২০২৩ রোজ সোমবার দুপুর ৩ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ চত্বও ও অডিটোরিয়ামে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে উদ্যামী শিক্ষার্থীদের মাঝে মান্যবর ঢাকা বিভাগীয় কমিশনার মহোদয়ের টিআর হতে বাইসাইকেল, গাছের চারা বিতরণ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রশাসনের প্রশাসক মোঃ আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক, নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভূঞা জনি, নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিরা পারভীন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতিলতা বর্মন, কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, নিকলী থানা অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু হানিফ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুকিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, নিকলী উপজেলা সমবায় অফিসার মোছাঃ সালেহা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সাইফুল রহমান খান, প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাছিমা বেগম, বীর মুক্তিযোদ্ধা আবুবক্কর সিদ্দিক ও অন্যান্য মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ