গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা 

স্টাফ রিপোর্টার:
গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা সৈয়দ আলতাফ হোসেনের মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সন্ধা সাড়ে ৫ টায় এই বর্ষীয়ান  রাজনীতিবিদের মৃত্যুবাষির্কী উপলক্ষে এক স্মরণ সভার আয়োজন করা হয়। আলতাফ হোসেন ছিলেন গণতন্ত্রী পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষাসৈনিক,বঙ্গবন্ধু মন্ত্রী সভার মন্ত্রী এবং এমপি।তাঁর ৩১ তম মৃত্যু বাষির্কী পালন উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কার্যালয় ৭৯,কাকরাইল (মায়াকানন), ঢাকায় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা:শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতেই মরহুমের আত্নার প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় প্রয়াত জননেতা দীর্ঘ সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণমূলক আলোচনা করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শরাফত আলী হীরা।বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সারওয়ার ই দ্বীন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ আহম্মদ,খায়রুল আলম,এ্যাডভোকেট ফুয়াদ হোসেন,সম্পাদক মন্ডলীর সদস্য  সৈয়দ আলতাফ হোসেন তনয়া সৈয়দা আফসানা আলতাফ শিল্পী, মিরাজুল ইসলাম জামান, ফণীন্দ্র সরকার,মকবুল হোসেন মকুল,কমল ঘোষ,কামরুল ইসলাম, হরি প্রসাদ মিত্র, শফি রেজা নূর মজুমদার, কেন্দ্রীয় কমিটির সদস্য ড.হালিম দাদ খান,আলমগীর হোসেন প্রমুখ।এছাড়াও সভায় উপস্থিত ছিলেন প্রয়াত জননেতার কন্যা সৈয়দা শিল্প এবং জামাতা সাইফুল ইসলাম খান। বক্তারা জননেতা সৈয়দ আলতাফ হোসেনের রাজনৈতিক সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোষণ মুক্ত, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক বাংলাদেশের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ