নান্দাইলে একাধিক  ছাত্র – ছাত্রী   ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা, ব্যবস্থা নিলেন ইউএনও 

 

ফয়েজ আহমেদ মামুন

ময়মনসিংহের নান্দাইলে স্কুল-কলেজ চলাকালে শিক্ষার্থীদের পার্কে আড্ডা দেওয়া দেখে ব্যবস্থা নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ভূমি অফিসের ‘মায়াবন’ মিনি পার্কে আচমকাই প্রবেশ করেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। সেখানে তিনি দেখতে পান, স্কুল-কলেজের ড্রেস পরা ১৫-২০ ছাত্র-ছাত্রী বসে আড্ডা দিচ্ছেন। তারা একে অপরের সাথে খোশ গল্পে মেতে উঠেছেন। কেউ কেউ আবার ছবি তুলছেন। এমন অবস্থা দেখে তৎক্ষণাৎ তিনি তাদেরকে ডাকেন এবং প্রত্যেকের নাম ও প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ করেন। পরে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের আসতে বলেন।

শিক্ষকরা আসলে ইউএনও অরুণ কৃষ্ণ পাল শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা এই ছাত্র-ছাত্রীদের অবিভাবদেরকে লিখিতভাবে শোকজ করেন।

ইউএনও অরুণ কৃষ্ণ পাল জানান, এভাবে স্কুল-কলেজের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে   বা রেস্টুরেন্টে বসে সময় নষ্ট করলে তাদের ভবিষ্যৎ ভালো হবে না। এ বিষয়ে অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ