বেলা শেষে অনুভব-

হাফসাতুল ফেরদৌস 

বুকের’পরে জমছে ক্রমে

ঘন সবুজ ঘাস,

যায় নিভে যে “শুকতারা ঐ

   কাঁদছে কি আকাশ?

নিশ্চুপেতে থাকে আকাশ

সূর্য উঠবে – হাসি,

সোনালী রোদ মাখবে গায়ে

ফুটবে ফুল রাশি।

সৃষ্টি সুখে মাতবে ভুবন

উল্লাসেতে ভেসে,

মান অভিমান বৃথাই তবে

 আকাশ যে ঐ হাসে।

শুকতারার বিদায় বেলা

পাখির কলতান,

মৃদু হাওয়ার তালে তালে

স্রোতস্বিনীর গান।

মাথা তুলে রয় দাঁড়িয়ে

বনস্পতির দল,

যাওয়া-আসা লেগেই রবে

আকাশ অবিচল।

শান্ত-উদার নীরব আকাশ

নিদ্রাহীন হায়,

শুরু শেষের সাক্ষ্য যে সে

নির্বাক অসহায়।

           সরকারি মহিলা কলেজ, কিশোরগঞ্জ

উদ্ভিদবিদ্যা বিভাগ

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ