অবরোধে যানবাহন বন্ধ, আর্থিক সংকটে পরিবহন শ্রমিকরা _ BNP Blockade _ Bus workers

টানা অবরোধে গণপরিবহনের চাকা ঘুরছে না। এতে করে পেটে ভাতও ঝুটছে না পরিবহন শ্রমিকদের। পরিবার পরিজন নিয়ে মানবেতন দিন কাটাচ্ছেন তারা। যদিও এসব দেখার কেউ নেই। শ্রমিকরা বলছেন রাজনৈতিক সংকট যদি দীর্ঘ মেয়াদী হয় তাহলে করুন পরিনতি হবে তাদের। পরিবহন শ্রমিকদের দুঃখ দুর্দশা নিয়ে আনিকা তাহসিন তায়্যিবার রিপোর্ট:

অনন্যা পরিবহনের গাড়ী চালক আলী আকবর, অবরোধের মধ্যে গাড়ীর চাকা ঘুরেনি তাই রোজগারও নেই তার। বাড়ীতে ছোট ভাই, শিশু সন্তান সহ ১০জনের পরিবারের তিনিই একমাত্র উপার্জনক্ষম তাই সবাই এখন কষ্টে আছে। পকেটে টাকা নেই তাই গাড়ীতেই কাটছে তার দিন রাত।

আলী আকবরের মতো এমন অবস্থা কিশোরগঞ্জের প্রায় হাজার হাজার বাস শ্রমিকের।
যাত্রীদের পদচারনা আর পরিবহন সংশ্লিষ্টদের কর্ম ব্যস্থতার চিরচেনা চিত্র নেই এখানে । বসে বসে আড্ডা দিচ্ছেন পরিবহন শ্রমিকরা। দেখে সুখের মনে হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। অবরোধে ঘুরছে না গাড়ীর চাকা। তাই হাতে নেই কাজ।

গাইটাল বাসস্টেশন থেকে আজ সকাল থেকে দুরপাল্লার কোন গাড়ী ছেড়ে যায়নি। বাস স্টেশনে অলস সময় কাটছে শ্রমিকদের। তারা বলছেন রাজনৈতিক সংকট দীর্ঘ মেয়াদী হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে।

পরিবহন মালিক সমিতির নেতারা জানান শ্রমিকদের দায়ভার কে নিবে হরতাল অবরোধে শ্রমিক নিহত হলে।
আবার সুদিন আসবে সে অপেক্ষায় পরিবহন খাত সংশ্লিষ্টরা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ