কিশোরগঞ্জের বালিকা সদনের পিতৃহারা জেবিন সুলতানা জিপিএ-৫ পেয়েছে

আমিনুল হক সাদী :
কিশোরগঞ্জ শিশু পরিবার বালিকা সদনের মেধাবী মুখ জেবিন সুলতানা জিপিএ-৫ পেয়েছে। সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের জালাল উদ্দিন ও সোনালী সুলতানার কন্যা শিশু পরিবার বালিকা সদনে গত ১২ বছর যাবত অবস্থান করে পড়াশোনা চালিয়ে আসছিলো। এবারে কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিলে আজ প্রকাশিত ফলাফলে সে জিপিএ-৫ পেয়েছে। তার জন্য দুয়া ও ভবিষ্যতে জীবনের কল্যাণ কামনা করেছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান ও সহকারী পরিচালক মো: শহীদুল্লাহসহ শিক্ষক ও বালিকা সদনের দায়িত্বশীলরা। জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শহীদুল্লাহ জানান মেয়েটির বয়স যখন ৬ বছর তখন সে পিতৃহারা হন। সেসময় থেকেই তার মাতা সোনালী সুলতানা সমাজ সেবা অধিদপ্তরের কিশোরগঞ্জ শিশু পরিবার বালিকা সদনে দিয়ে দেন। এর আগে সে সূর্যুবালা সরকারি বালিকা বিদ্যালয়ের থেকে এসএসসিতে কৃতকার্য হয়েছিলো।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ