পাকুন্দিয়ায় মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু,

পাকুন্দিয়া প্রতিনিধি
মহান বিজয় দিবস ২০২৩ ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপিতত্বে উপজেলা সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সূর্য উদয়ের সাথে সাথে পাকুন্দিয়া সরকারী কলেজের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন ও সকাল সাড়ে ৮টায় পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুসকাওয়াজ অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় উপজেলা হল রুমে আলোচনা সভা ও বীরমুক্তিযোদ্ধার সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। ওই দিন সূর্য উদয়ের সাথে সাথে সকল সরকারী ও আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জাতীয় পতাকা উত্তোলন, বাদ জহুর উপজেলা পরিষদ মসজিদে বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, শামছুন্নাহার আপেল, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পৌর মেয়র নজরুল ইসলাম আকন্দ, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে এ আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিছমা হাসান, ঠিকাদার সমিতির সভাপতি রায়হান উদ্দিন আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক মো. হেলাল উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে একই স্থানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ