নাশকতার ৪ মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে শ‌রীফুল আলম‌কে আদাল‌তে হা‌জির

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের কিশোরগঞ্জ সদর থানায় ০২টি ও কুলিয়ারচর থানায় ০২টিসহ মোট চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ ডি‌সেম্বর) দুপু‌রে গাজীপুর কে‌ন্দ্রিয় কারাগার থে‌কে ক‌ঠোর নিরাপত্তা ব‌্যবস্থার ম‌ধ্যে শ‌রিফুল আলম‌কে কি‌শোরগঞ্জ চীফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে আনা হয়।

প‌রে তা‌কে কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্ত এর এজলাশে চারটি মামলার গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা উওরা পূর্ব থানায় একটি নাশকতার মামলায় গত ৫ নভেম্বর শ‌রিফুল আলম‌কে কি‌শোরগ‌ঞ্জের ভৈরব থে‌কে আটক ক‌রে ঢাকা ডিবি পুলিশের একটি দল।

কি‌শোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, আগামীকাল বুধবার কি‌শোরগ‌ঞ্জে দা‌য়ের হওয়ার ৪‌টি মামলায় শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ