কিশোরগঞ্জে ৮ থানার ওসি একযোগে রদবদল

শরিফুল ইসলাম, জ্যৈষ্ঠ প্রতিবেদক।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিশোরগঞ্জে ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো।

কিশোরগঞ্জ জেলায় যে সকল অফিসার ইনচার্জ বদলী হয়েছে, মোহাম্মদ গোলাম মোস্তফা, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ কুলিয়ারচর থানা, বদলী কিশোরগঞ্জ মডেল থানা।

নাহিদ হাসান সুমন, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ পাকুন্দিয়া থানা, বদলী হোসেনপুর থানা।

আসাদুজ্জামান টিটু, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ হোসেনপুর থানা, বদলী পাকুন্দিয়া থানা।

মোহাম্মদ দাউদ, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ কিশোরগঞ্জ মডেল থানা, বদলী কটিয়াদী মডেল থানা।

মোহাম্মদ মোর্শেদ জামান বিপিএম, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ অষ্টগ্রাম থানা, বদলী বাজিতপুর থানা।

এম এম শাহাদাত হোসেন, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা, বদলী নিকলী থানা।

মো: সারওয়ার জাহান, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ নিকলী থানা, বদলী কুলিয়াচর থানা।

মোঃ শফিকুল ইসলাম, বর্তমান কর্মস্থল অফিসার ইনচার্জ বাজিতপুর থানা, বদলি অষ্টগ্রাম থানা।

প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যেসব থানার ওসিদের বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি চাকরির মেয়াদ হয়েছে, তাদের অন্যত্র বদলি করতে চিঠি দেয় ইসি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ৩৩৮ থানার ওসির বদলির প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর ওসি বদলির অনুমোদন দেয় নির্বাচন কমিশন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ