বগুড়ায় সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন নাসিমা সুলতানা ছুটু

শিমুল হাসান, 
(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় -সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রাক্তন শিক্ষার্থী নাসিমা সুলতানা ছুটুকে সম্মাননা জানিয়েছেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজের একাদশ শ্রেণির নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু কলেজ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক নাসিমা সুলতানা ছুটুর হাতে ‘কলেজ অ্যাওয়ার্ড’-এর ক্রেস্ট এবং সম্মাননাপত্র তুলে দেন।প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা নিজ কর্মে সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছেন তাদেরকে উৎসাহিত করতে সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ ২০১৯ সাল থেকে ‘কলেজ অ্যাওয়ার্ড’ প্রদান করে আসছেন। একই সঙ্গে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ভাল ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের ‘প্রিন্সিপ্যাল অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে পৃথকভাবে সম্মাননা জানানো হয়।দীর্ঘ ২৮ বছর ধরে সাংবাদিকতায় নিয়োজিত নাসিমা সুলতানা ছুটু বর্তমানে দৈনিক করতোয়ার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। সম্মাননা গ্রহণ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাসিমা সুলতানা ছুটু সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সম্মাননা-স্বীকৃতি সব সময়ই আনন্দের। তবে সেটি যদি নিজের শিক্ষা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় তাহলে তা আরও বেশি আনন্দিত করে।’তিনি বলেন, ‘তিন দশক আগে এইচএসসি পাশ করার পর কলেজ ছেড়ে গেলেও কর্তৃপক্ষ আমাকে মনে রেখেছেন এবং আমার কাজকে মূল্যায়ন করেছেন এজন্য আমি সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ কর্তৃপক্ষ বিশেষত অধ্যক্ষ প্রফেসর জোহরা ওয়াহিদা রহমানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আজ এই সম্মাননা আমাকে আমার কাজের প্রতি আরও যত্নবান হতে উদ্বুদ্ধ করবে। সকলের সহযোগিতায় আমি আরও এগিয়ে যেতে চাই।’নাসিমা সুলতানা ছুটু ১৯৯৫ সালে বগুড়া থেকে প্রকাশিত ‘দৈনিক আজ ও আগামীকাল’ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি জনপ্রিয় সাপ্তাহিক পত্রিকা ‘বিচিত্রা’য় বগুড়া প্রতিনিধি হিসেবেও কিছুদিন কাজ করেছেন। ২০০১ সালের অক্টোবরে তিনি পাঠক প্রিয় ‘দৈনিক করতোয়া’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি সরকারি প্রতিষ্ঠান প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি), বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ইউএসএইড এবং ভয়েস অব আমেরিকাসহ জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজিত অর্ধশত প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। নাসিমা সুলতানা ছুটু যক্ষ্মা বিষয়ক শ্রেষ্ঠ রিপোর্টিংয়ের জন্য ২০১২ সালে বেসরকারি সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে ‘ব্র্যাক মিডিয়া এওয়ার্ড’ অর্জন করেন। এছাড়া চরাঞ্চলে শিশুদের খাদ্য নিরাপত্তা সংক্রান্ত রিপোর্টিংয়ের জন্য ২০০৭ সালে তিনি বিশ^ খাদ্য সংস্থা (এফএও) এবং ম্যানেজমেন্ট এ্যান্ড রিসোর্সেস ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিই)-এর  যৌথ উদ্যোগে একটি ফেলোশীপ সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১২ সালে তিনি ইউনাইটেড নেশনস্ পপুলেশন ফান্ড (ইউএনএফপি) এবং এমআরডিআই-এর যৌথ উদ্যোগে ‘চরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য সেবা সংক্রান্ত দ্বিতীয় ফেলোশীপ অর্জন করেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ