নিকলীতে বেগম রোকিয়া দিবসে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠান ।

জয়দেব আচার্য্য

নিকলী  প্রতিনিধি।

কিশোরগঞ্জ নিকলীতে আজ ৯ই ডিসেম্বর ২০২৩ইং রোজ শনিবার সকাল ১১ ঘটিকায় নিকলী উপজেলা পরিষদ মিলনায়তনে নিকলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর ২০২৩ খ্রি. হতে ১০ ডিসেম্বর ২০২৩ খ্রি.) বেগম রোকিয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে জয়িতা সংবর্ধনা, র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেষে ৫ জন জয়িতাদের সংবধনা দেওয়া হয়। ইউডিএফ দূর্গারানী সাহার সঞ্চলনায়, “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালযের পক্ষে মোঃ সাইফুল আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিকলী উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস- চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপসহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য মোঃ বুরহান উদ্দিন, নিকলী শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফি উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক, নিকলী থানা অফিসার ইনচার্জের পক্ষে এস.আই. রিয়াদ হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যানের সহধর্মীনী নুসরাত জাহান তানজিলা, নিকলী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জয়দেব আচার্য্য, সহ নিকলী উপজেলার ৭টি ইউনিয়নের নারী সদস্যগণ প্রমুখ। অনুষ্ঠান শেষে অতিথিগণ বিভিন্ন ক্যাটাগরিতে নিকলী উপজেলার ৫জন জয়িতাকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন।

 

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ