কিশোরগঞ্জে বন্ধুমেলার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কিশোরগঞ্জে বন্ধুমেলা এসএসসি ব্যাচ-২০০৯ এবং এইচএসসি ব্যাচ-২০১১ এর উদ্যোগে জেলার ৮ টি উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার ১৬ ডিসেম্বর উপলক্ষে ১৩ উপজেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরণ কর্যক্রম উদ্ভোদন করেন গ্রুপটির এডমিন ও সদস্যরা।

গ্রুপের এডমিন প্যানেলের সদস্য মোঃ আবু হুরায়রা নোমান বলেন, কিশোরগঞ্জ সদর, নিকলী, ইটনা, মিঠামইন, করিমগঞ্জ, কটিয়াদি উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে কম্বল বিতরন করা শেষ হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে বাকি ৫টি উপজেলায় শীতবস্ত্র ও কম্বল বিতরন কার্যক্রম শুরু হবে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন জনাব তানভীর জানান, সংগঠনটি প্রতি বছর ব্যাচের সকল বন্ধুদের নিয়ে গেট-টুগেদার আয়োজন করার পাশাপাশি ২০১৫ সাল থেকে সেচ্ছাসেবী সংগঠনের ন্যায়- দান, ইফতার, বস্ত্র বিতরন, বৃক্ষরোপণ সহ ব্যানার বিহীন নানান সমাজসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

ব্যানার বিহীন কার্যক্রম পরিচালনা করেন এ ব্যাপারে জিজ্ঞাস করা হলে তিনি বলেন- ব্যানার কিংবা মঞ্চ তৈরি করে কার্যক্রম পরিচালনা অনেকটা ব্যয়বহুল। এসব না করে বরং ঐ টাকা দিয়ে আরও ক’জন মানুষকে সহায়তা করাটা উত্তম বলে মনে হয়। তাছাড়া আমাদের ফান্ড সীমিত। ব্যাচের সকল বন্ধুদের অল্প অল্প আর্থিক সহায়তায় প্রতিবছরই এধরনের আয়োজন হয়ে থাকে।

এসময় উপস্থিত ছিলেন, ব্যাচের এডমিন প্যানেলের সদস্য- উজ্জ্বল, তৌফিক, রিমা, নোমান, তানভীর তুষার, সাহেদ আলী, মোহন, জাহিদ, অনিক, নিয়ামত, সুকান্ত, শাকির, তীব্র, জাবেদ, রাফি, রয়েল, শাহরিয়ার, রাজ, উবাইদুর, মাহবুব, অলিউর, তুষার কবির, মিঠু প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ