বগুড়ায় গণমাধ্যম কর্মীদের সাথে নির্বাচনী নীতিমালা অবহিতকরণ সভা 

শিমুল হাসান,, 
বগুড়া প্রতিনিধি:
বগুড়া-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত সাংবাদিক/গণমাধ্যম কর্মীদের নীতিমালা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষ করতোয়ায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো: সাইফুল ইসলাম। নির্বাচনী সংবাদ সংগ্রহ সভায় সভাপতি তার বক্তব্যে বলেন গণমাধ্যম কর্মীদের, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক সাংবাদিকদের জন্য নির্ধারিত, ১৩ দফা নীতিমালা, অনুযায়ী বিধি নিষেধ অনুসরণ করে, সংবাদ সংগ্রহ ও প্রচার করার জন্য, বিশেষ ভাবে অবহিত করেন, তিনি আরো বলেন কোনো ভাবেই যাতে ভুল তথ্য প্রচারিত না হয়, সেদিকে বিশেষ ভাবে সাংবাদিকদের খেয়াল রাখতে হবে। আগামী ৭ই জানুয়ারী ২০২৪ সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক (সদ্য অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আল মারুফ ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেছবাউল করিম,অতিরিক্ত জেলা প্রশাসক ফারহানা ইয়াসমিন,অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) স্নিগ্ধ আক্তার বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক, আমজাদ হোসেন মিন্টু, করতোরর বার্তা সম্পাদক প্রদীপ ভট্যাচার্য শংকর,সিনিয়র সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা এ এইচ এম আখতারুজ্জামান,বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বগুড়া জেলা প্রতিনিধি ইলিয়াস লেলিন,মমিনুর রশীদ সাইন।উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্থরের কর্মকর্তা ,জাতীয় ও স্থানীয়, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ