পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রা সাউন্ড মেশিন, এসি ও কমস্প্রেসর প্রদান

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্চু,

পাকুন্দিয়া প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প ইউজিডিপি প্রকল্প থেকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলট্রা সাউন্ড মেশিন, ও ল্যাব রুমের এসি ও কম্প্রেসর প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু। উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার আপেল, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূরে এ আলম খান, উপজেলা প্রকৌশলী মো. জোবায়েদ হোসেন, জাইকার প্রতিনিধি পলাশ কর প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নূর এ আলম খান বলেন, স্থানীয় সরকার বিভাগ জাইকার অর্থায়নে আলট্রা সাউন্ড মেশিন, ও ল্যাব রুমের এসি ও ডেন্টাল কম্প্রেসর চালু হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নত চিকিৎসা নিশ্চিত হবে এবং জনসাধারনের ভোগান্তি কমবে। এছাড়াও জাইকার অর্থায়নে করোনা কালীন সময়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্রকল্প ও সর্বক্ষনিক বিদুৎ সেবা নিশ্চিত করার জন্য উন্নত মানের জেনারেটর সর্ববরাহ করা হয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ