কাউখালীতে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাজিদ আকাশ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ

পিরোজপুরের কাউখালীতে এক দন্ত চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার ২৫ শে জানুয়ারি ২০২৪ ইং কাউখালী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এম এ মোত্তালিব মিয়া অভিযোগ করে বলেন, বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন রেজিঃ নং-১৪১, প্রধান কার্যালয় কদমতলা বাজার, সাতক্ষীরা এর আওতায় আইন বহির্ভূত  ভাবে কাউখালীতে প্যারামেডিকেল এন্ড নাসিং ইনস্টিউট নামের একটি অবৈধ প্রতিষ্ঠান চালু করা হয়েছে।যা বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বন্ধ আছে।

যিনি চালু করেছেন তিনি একজন দন্ত চিকিৎসক মোঃ সাইফুল্লাহ সিদ্দিকী।

মোত্তালিব মিয়া আরো জানান, এই ভূয়া প্রতিষ্ঠান খুলে বিভ্রান্ত করে আসছে তাহার জন্য কর্তৃপক্ষের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানাই এবং আমাদের উপজেলায় ৩টি প্রতিষ্ঠান চলমান আছে, যার মাধ্যমে এলাকার দক্ষ জনশক্তি তৈরী হবে বলে আমি আশাকরি।

এ বিষয়ে সাইফুল্লাহ সিদ্দিকীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা নিয়ম অনুযায়ী কাউখালীতে প্যারামেডিকেল এন্ড নাসিং ইনস্টিউটসহ বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশনের সকল নিয়ম অনুযায়ী পরিচালনা করছি এবং বিভিন্ন নাম ব্যবহার করার অনুমতি আছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ