বগুড়ায়  গাঁজাসহ ২ জন  গ্রেফতার 

শিমুল  হাসান ,,
(বগুড়া) প্রতিনিধি  :
বগুড়া সোনাতলা উপজেলার  দড়িহাঁসরাজ মধ্যপাড়া জামে মসজিদের সামনে রাস্তার উপর থেকে ৩৯ কেজি গাঁজা ও একটি পিকআপ ও মোবাইলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ রাজিউর রহমান নেতৃত্বে উপপরিদর্শক মোঃ শাহ আলমসহ বিভাগীয় সদস্যদের সমন্বয়ে গঠিত টিম কর্তৃক ২৫ জানুয়ারি  বিকাল ৫ টায়৷ গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার অর্ন্তগত সোনাতলা থানাধীন দড়িহাঁসরাজ মধ্যপাড়া জামে মসজিদের অবস্থান নেই। বগুড়াগামী একটি পিকআপটিতে নির্মাণ কাজে ব্যবহৃত শুকনা বাঁশ ও কাঠ নিয়ে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসলে আটক করা হয। লোকজন উপস্থিত হলে তাদের মধ্য ২ জনকে সাক্ষি হিসেবে নিয়ে বিধি মোতাবেক পিকআপ তল্লাশী করি।আসামিদের দেখানো মতে পিকআপের বডির নীচে চেসিস এর উপর বিশেষভাবে তৈরী চেম্বারে থেকে লাল পলি প্যাকেটের ভিতর স্কচটেপ মোড়ানো ছোট বড় ২০টি পলি প্যাকেটে ৩৯ কেজি গাঁজা উদ্ধার করি। নির্মাণ কাজে ব্যবহৃত শুকনা বাঁশ ও কাঠ উদ্ধার করি। মোবাইল একটি উদ্ধার করি। মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত রংপুর মেট্রো-ন-১১-০১১৭নং পিকআপ একটি চাবীসহ জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন পিকআপ ড্রাইভার কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার  চাকের কুটি সুখাতি এলাকার  মোঃ নুর ইসলাম এর ছেলে মো: নূরনবী মিয়া (৩০) এবং অপর আসামি রংপুর জেলার রংপুর মহানগর এলাকার মাহিগঞ্জ থানার বীরভদ্র বালাটারী কাউয়াপট্টি  এলাকার  মোঃ ফয়সাল ইসলাম (২২),  মোঃ নজরুল ইসলাম @ নজের ছেলে মো: ফয়সাল ইসলাম (২২)। গ্রেফতারকৃতআসামিরা  মাদকদ্রব্য গাঁজা দেশে বিভিন্ন জায়গায় বহন ও সরবরাহ করে আসছিল বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রেফতার কৃত  আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সোনাতলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ